কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর এলাকায় গোমতী চরের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরূদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এসময় ঘটনাস্থলে থাকা মাটি কাটার সাথে জড়িত এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে মাটি কাটা বন্ধ রাখা ও দ্রুত মাটি কাটার সরাঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযান পরিচালনা করেন। অল্পসময়ে জেলা প্রশাসনের জটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন ভূক্তভোগীসহ এলাকাবাসী।
গত রবিবার সকালে ভূমিদস্যুদের থাবা থেকে গোমতী নদীর চরের কৃষি জমি রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী কৃষকসহ এলাকাবাসী। এ নিয়ে সোমবার দৈনিক রূপসী বাংলায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এরই প্রেক্ষিতে অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত পুলিশ সহ অভিযানে যান। ঘটনাস্থলে সোহেল নামের এক ব্যাক্তিকে তিনি ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযুক্ত মাটিকাটা চক্রের নেতৃত্ব থাকা স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন না।
উল্লেখ্য,রবিবার সকালে অবৈধভাবে গোমতী চরের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কাটার প্রতিবাদে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের শাহপুর এলাকায় গোমতী পাড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় তারা “কৃষি জমি রক্ষার্থে চর কাটা বন্ধ কর”,“পরিবেশ রক্ষা কর,ফসলী জমি বাঁচাও” নারী-পুরুষ মিলে এ রকম নানা শ্লোগানের প্লে-কার্ড বহন করে বিক্ষোভ মিছিল করেন। মানব বন্ধনে জমির মালিকরা অভিযোগ করেন, স্থানীয় ইউপি মেম্বার ও বিএনপি নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় একটি সিন্ডিকেট ড্রেজার মেশিন দিয়ে চরের মাটি কাটায় কৃষি জমি নষ্ট ও নদী ভাঙ্গনের মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।এছাড়া অবৈধভাবে গোমতী চরের কৃষি জমির মাটি কাটার বিরূদ্ধে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভোক্তভোগীরা। সোমবার জেলা প্রশাসনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন ভূক্তভোগীসহ এলাকাবাসী।