কুমিল্লার টমছম ব্রীজ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জিলু মিয়াকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-১১।
গোয়েন্দা তথ্য, তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন দুপুরে টমছম ব্রীজ থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ করে সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার ওসমানী নগরের বড় ধিরারাই এলাকার মৃত. রইছ আলীর ছেলে।
মঙ্গলবার (৬ জুন) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দের জের ধরে আসামীর দুলাভাই আজগর আলী, তার ভাই আসমত আলীর সাথে গ্রেফতারকৃত আসামীর মারামারি হয়। মারামারিতে আসামীর দুলাভাই এর ভাই আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রেক্ষিতে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী জিলু মিয়া আত্মগোপনে চলে যায়। উক্ত মামলার বিচারিক কার্যক্রমে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীপন সাজা প্রদান করেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিতসহ অন্য একটি ধারায় ০২ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।