শিশুদের যৌন হয়রানি নিয়ে “Child sexual Abuse: A Study on the Cases of Dhaka Metropolitan Police” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. তানিয়া রহমান, ঢাবির সহযোগী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব, ঢাবির সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সিনিয়র সহযোগী গবেষক নুরুন্নাহার, ঢাকা আহসানিয়া মিশনের কাউন্সেলর ড. রাহেনা বেগম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো: আশিক ফেরদাউস, আইসিডিডিআরবি এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজ আল মামুনসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট (পিআরএন্ডএইচআরডি) বিভাগ এ কর্মশালার আয়োজন করে।