1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার, এপ্রিল ২১, ২০২৫ শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র নবাব পারভেজ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। ব্রিফিং | বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লিয়াজোঁ কমিটির বৈঠক | ১৯ এপ্রিল ২০২৫, শনিবার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; এক ডাবলুতেই আতঙ্ক পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। -অধ্যাপক আলী রীয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি। ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মাওলানা মামুনুল হক

গৌরীপুরে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলমের উঠান বৈঠক ও গণসংযোগ

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামীলীগ সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ভাদেড়ায় বোকাইনগর ইউনিয়নের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নয়ন মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগ নেত্রী নাজনীন আলম।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ব্যাপারীর সভাপতিত্বে ও বোকাইনগর মৎস্যজীবী লীগের সম্পাদক নয়ন মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সিনিয়র সহসভাপতি মো: ফেরদৌস আলম, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, বোকাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তৌহিদ আকন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য আল আমিন, ডৌহাখলা ইউনিয়ন যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল রানা, গৃহিনী ঝিনুক আক্তার প্রমুখ।

উঠান বৈঠকে নাজনীন আলম বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার অত্যাধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দ্বাদ্শ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে আবারও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান তিনি।

উল্লেখ্য, দুপুর ১২ টায় তিনি সর্বপ্রথম রামগোপালপুরের ঐতিহ্যবাহী গুঁজিখা কেরামতিয়া মসজিদের আশপাশের বাসিন্দাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মা-বোনদের সাথে নামাজ আদায়সহ মসজিদে জুম্মার নামাজে আসা হাজার হাজার ধর্ম প্রাণ মুসল্লিদের সাথে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন। এরপর তিনি গৌরীপুর শহরের পাট-বাজার, কালিপুর মধ্যম তরফ, বালুয়াপাড়া মোড় এবং জেলখানার মোড়সহ শহরের বিভিন্ন জায়গায় চা চক্র এবং গণসংযোগে অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি নাহড়া বাজার, কাউলাটিয়া বাজার, তেলিহাটি বাজার এবং বাংলা বাজারে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। এরপর ঈশ্বরগঞ্জে হয়ে ময়মনসিংহ আসার পথে রামগোপালপুর ইউনিয়নের শিবপুর বাজারে গণসংযোগ এবং চা চক্রে অংশগ্রহণ,কলতাপাড়া বাজারে তার সমর্থক ও কর্মীদের নিয়ে ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুমের সাথে রাজনৈতিক এবং সামাজিক আলাপ-আলোচনা করেন এবং সর্বশেষ তিনি চন্দ পাড়া মোড়ে দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com