‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁথিয়া ভূমি অফিসের উদ্যোগে পাবনার সাঁথিয়ায় ২২মে ( সোমবার) থেকে ২৮ মে পর্যন্ত ৬ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক মিয়া, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের,শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন,যুবউন্নয়ন কর্মকর্তা গেলাম সারেয়ারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।