কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে।
ডিবি সুক্র জানায়, ১৭ মে জেলা গোয়েন্দা শাখার এসআই দিবাকর রায়,এসআই নাসিম উল হক ইমরান সঙ্গীয় এএসআই সজিব বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর উত্তর পাড়ায় অভিযান চালিয়ে খালেক মঞ্জিল, বাসা নং-৩৯৩ এর নীচ তলার ভাড়াটিয়া বাসায় লুকানো অবস্থায় একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১০ কেজি গাঁজাসহ শাহজালাল নামের একজনকে গ্রেফতার করে।
পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন দৈয়ারা (কচুয়া চৌমুহনী) সাকিনস্থ জনৈক সুলতান উকিল এর বাড়ীর দক্ষিন ভিটি টিনের বসতঘরের পশ্চিম পাশে ভাড়াটিয়া রুমের ভিতরে থাকা খাটের নিচ হইতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ৮ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২১)কে আটক করেন।
আরেকটি অভিযানে একই দিন ডিবির অপর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রামের শ্রীপুর এলাকায় শ্রীপুর টু ভাঙ্গালমুড়া গামী রোডে কালভার্ট এর উপর ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি ৩ টি প্লাষ্টিকের বস্তা ফেলে দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ বস্থায় তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। ্ষএ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।