সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন ও জনসভায় নৌকার পক্ষে ভোট চাওয়ায় দলীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (সিলেটে-২) ইয়াহইহা চৌধুরীকে শোকজ করেছে জাতীয় পার্টি। রবিবার (১৪ মে) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশে এই নোটিশ দেন দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।
সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ওনাকে বিভিন্ন সময় আমার কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আসেননি। অথচ আওয়ামী লীগের প্রার্থীর সভায় অংশ নিয়ে তিনি তার পক্ষে ভোট চান। তিনি দলের মধ্যে ঝামেলা তৈরি করছেন। দলীয় শৃঙ্খলাবিরোধী সেসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ফুটেজ চেয়ারম্যান ও মহাসচিবের কাছে পাঠিয়েছি। তাকে শোকজ করা হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়, নিজ দলের মনোনীত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী থাকা সত্ত্বেও ইয়াহইয়া চৌধুরী গত শুক্রবার রাত ৯টায় নগরীর ঝেরঝেরিপাড়ায় এক সভায় নৌকার প্রার্থীর পক্ষে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং ভোট চান। যা সুস্পষ্ট দলীয় শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থি। এই বিষয়ে কেন দলীয় ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জাতীয় কেন্দ্রীয় দফতর বরাবরে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।