ময়মনসিংহের ধোবাউড়া সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি) দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল।
বুধবার (১০ মে ) সকালে সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোডের দিঘিরপাড় কাছম আলীর বাড়ি হতে মজিবর রহমান এর বাড়ি পর্যন্ত, ২ নং ওয়ার্ডের হাজংপাড়া ডাঃ ওহাব আলীর বাড়ি হতে গিয়াস উদ্দিন মাওলানার বাড়ি পর্যন্ত, ৬ নং ওয়ার্ডের জৈনপট্টি টুনু-মার্কেট হতে কাশেমের বাড়ি পর্যন্ত, ৮ নং ওয়ার্ডের ফজল হকের বাড়ি হতে উছমান এর বাড়ি পর্যন্ত, ৭ নং ওয়ার্ডের বাগড়া সরাফ উদ্দিন তালুকদারের বাড়ি হতে রফিকুল ডাক্তারের বাড়ি পর্যন্ত অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি দ্বিতীয় পর্যায় (ইজিপিপি) পাঁচটি প্রকল্প পরিদর্শন করেন তিনি।
প্রতিটি প্রকল্পে শ্রমিকদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। এসময় চেয়ারম্যানের সাথে ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আল-আমীন, তাসলিমা আক্তার ও কছর উদ্দিন বিশ্বাস প্রমুখ।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন বলেন ধোবাউড়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি) দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে, প্রতিটি ইউনিয়নে আমাদের ট্যাগ অফিসার রয়েছে, প্রথম দিনের শ্রমিকদের উপস্থিতিতে আমি আশাবাদী আমরা সুন্দর ভাবে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।