“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এমন শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কয়েক টি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় “মহান মে দিবস” উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১লা মে) সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আদমদীঘি উপজেলার কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রালিটি আদমদীঘি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ডে মোড়ে গিয়ে শেষ হয়।
আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খানের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঞ্চালনায় মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। উক্ত অনুষ্ঠানে আ’লীগ নেতা নাজিমুল হুদা খোন্দকার, সাইফুল্লাহ আল মেহেদী বাধন, মিজানুর রহমান বাবু, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।