কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের গাইটালের সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌস আহমেদ নেভিন কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কাজীমুদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, নেভিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ অ্যাসল্টের মামলায় শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানোর পর সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।