কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মোছা. শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম প্রমুখ।
এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
খাদ্যের মান বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিংসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন অনেকে।