বীর বীরমুক্তিযোদ্ধা এস এ কালামকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার বিকেলে আউটার স্টেডিয়াম প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে তার গ্রামের বাড়ি ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।
বীর বীরমুক্তিযোদ্ধা এস এ কালাম (৭০) শুক্রবার বেলা ১টায় ময়মনসিংহ নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবত বাধ্যক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্ত্রান রেখে গেছেন।
সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন তিনি। ময়মনসিংহ প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক চরকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর আগে বীর বীরমুক্তিযোদ্ধা এস এ কালামের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান তার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তার জানাজায় বীর মুক্তিযোদ্ধা, ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, আত্মীয়-স্বজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।