নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইট ভাটার মালিকদের ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট কাবেরী জালাল ৬ টি ইট ভাটাকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইট ভাটা গুলো হল টি আই বি ব্রিক ফিল্ড ২৫ হাজার টাকা, ঝর্না ব্রিক ফিল্ড ৪০ হাজার,সানি ব্রিক ফিল্ড ৫০ হাজার, ঢাকা ব্রিক ফিল্ড ৪০ হাজার ও এ এস বি ব্রিক ফিল্ডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট কাবেরী জালাল জানান,ইট প্রস্তুত নিয়ন্ত্রণ ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা লংঘন করায় এ জরিমানা আদায় করা হয়েছে।