নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশ থেকে আব্দুল্লাহ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। মৃত আব্দুল্লাহ ওই উপজেলার ছোছাউড়া গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই শিশু সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করা হয়েছে। ভোর ৬টার দিকে এলাকাবাসী শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার মুখে, ঘাড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সকালে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।