1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :

প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৭৩ বার পঠিত

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রবাসীদের সাথে বন্ধুত্ব করে নিজেদের তৈরি ‘প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গ্রেফতারকৃতের নাম মোঃ তৌহিদুল ইসলাম। তাকে ১১ জানুয়ারি ২০২৩ খ্রি. রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাইবার পুলিশের সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে জানান, দেশি-বিদেশি তথ্য ও অনলাইনে মনিটরিংয়ের মাধ্যমে এ অপরাধী চক্রের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, এ চক্র নিজেদের পরিচয় গোপন করে ফেইক ফেসবুক আইডি খুলে প্রথমে প্রবাসীদের সাথে বন্ধুত্ব করতো। পরে নিজেদের তৈরি করা ‘প্রবাসী বাংলা’ অ্যাপসের মাধ্যমে দেশে টাকা পাঠাতে উৎসাহিত করতো। প্রবাসীরা সেই অ্যাপস ব্যবহার করে টাকা পাঠালে তারা ভুয়া ভার্চুয়াল কয়েন পাঠায়। এরপর বিভিন্ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নিয়ে ওই অ্যাপস ডাউন করে দিয়ে থাকে। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com