ফুলবাড়িয়া উপজেলার ‘প্রেসক্লাব ফুলবাড়িয়া’ (২০২৩-২০২৪ অর্থ বছরের) নতুন কার্যকরি কমিটি করা হয়েছে।
দৈনিক করতোয়া প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তরফদার সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম আসাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ফুলবাড়িয়া হাজীরোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি এস.এম. গোলাম ফাক আকন্দের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব ফুলবাড়িয়ার সহ-সভাপতি এস.এম. গোলাম ফারুক আকন্দ, যুগ্ম সম্পাদক-মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো, হাবিবুল্লাহ হাবিব। সম্মানিত সদস্য মো. নজরুল ইসলাম খান, আনন্দ মোহন পাল, আব্দুল কাদের আকন্দ, মির্জা মো. মঞ্জরুল হক, মো. ফজলুল হক , মো. ইমরান হাসান আকন্দ আতিফ।