বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার (২৪ ডিসেম্বর ২০২২) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রউফ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। বার্ষিক বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বক্তিয়ার হোসেন ভূঁঞা পিপিএম।
সমিতির পক্ষ থেকে আইজিপি এবং ৫ জন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৩ জন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৩১ জন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক পুরষ্কার প্রদান করা হয়।
সমিতির পক্ষ থেকে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির মরহুম মহীউদ্দিন আহমেদ চৌধুরী এম-সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড ও কেসি মল্লিক-মায়া শিক্ষা ফান্ড থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির গত এক বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, আপনাদের দীর্ঘ চাকুরি জীবনে নিজস্ব মেধা, মনন ও শ্রম দিয়ে পুলিশ বাহিনীকে সমৃদ্ধ করে গেছেন। পুলিশ বাহিনীকে কীভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য করা যায় আপনারা সেই কাজটি করে গেছেন।
পুলিশ প্রধান বলেন, আপনারা আমাদেরকে সৌজন্যতা শিখিয়েছেন। আবার কখনো কখনো দৃঢ় আচরণের মাধ্যমে আমাদের উপর অর্পিত কাজটা শেখার জন্য বাধ্য করেছেন।
আইজিপি আরও বলেন, পুলিশের চাকরি থেকে অবসর নিলেও আপনারা এখনও দেশ ও জনগণের সেবা করছেন। কমিউনিটি পুলিশিং, ভিকটিম সাপোর্ট সেন্টারে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি দিচ্ছেন। শিশু সন্তানদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন। নারী, শিশু ও সুবিধাবঞ্চিতদের লেখাপড়াসহ বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডর মধ্যে দিয়ে পুলিশের ভাবমূর্তি আপনারা উজ্জ্বল করার জন্য কাজ করে যাচ্ছেন।
সভায় সমিতির সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।