কুমিল্লার বুড়িচংয়ে গরুর বাছুর চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন । গত ১১ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময় বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া (৬০) প্রতিদিনের ন্যায় মোর্শেদা বেগম স্কুল মাঠে একটি গাভী ও হালকা সাদা লাল রঙের একটি বাছুর ঘাস খাওয়ার জন্য মাঠে রেখে বাড়িতে যান। এ সময় একটি সংঘবদ্ধ চোরের দল লোক চক্ষুর অগোচরে গাভীটির বাছুরকে অটোবাইক তুলে নিয়ে যাওয়ার সময় রাজাপুর ইউনিনের সিন্দুরী ব্রিজ পেরিয়ে লড়িবাগ এলাকা অতিক্রম করার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে অটোবাইকট বাছুরসহ ৪ জনকে আটক করে। এ সময় কৌশলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় ল্কেজন পুলিশকে খবর দিলে বুড়িচং থানার এসআই মো. সারওয়ার জাহান মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদ্বয়কে থানায় নিয়ে যায়। পুলিশের জিঙ্গাসাবাদে আটককৃত দুজনে বাছুরটি চুরি করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। আটক দুজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জয়দেবপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো. জহিরুল ইসলাম বুলু (৩৫) কৈখলা গ্রামের সিয়াম হাওলাদার (১৮) বলে জানা যায়।