রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুটি চোরাই মাইক্রোবাসসহ গাড়ি চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বুধবার (১২ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩-এর অধিনায়ক লে কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। গ্রেফতার দুই জন হলেন– মো. আনোয়ার হোসেন (৪২) ও মো. আবুল কালাম (৪৭)।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেফতার আসামিদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, একটি মোবাইলফোন, দুইটি সিমকার্ড, দুইটি এনআইডি কার্ড, একটি ভিসাকার্ড, একটি মানিব্যাগ এবং নগদ ৩ হাজার ৮৯৪ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আসামিরা চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা গাড়ির মালিকের কাছ থেকে ভাড়ায় চালানোর চুক্তি করে গাড়ি নিতো। পরে মালিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতো। এরপর মালিকের সই জাল করে কম দামে গাড়ি বিক্রি করে দিতো। এসব চোরচক্রের বিরুদ্ধে র্যাব-৩-এর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।