আজ ১৩ অক্টোবর ২০২২ (বৃহস্পতিবার) দুপুর ০১:৪৫ টায় ইত্তেফাক ক্রসিং এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের পুলিশ ডিউটি করাকালে একটি প্রাইভেট কার (টয়োটা ফিল্ডার, ঢাকা মেট্রো গ ২২-৬০১২) পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তারা তাৎক্ষণিকভাবে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে বিষয়টি অবহিত করেন।
বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে ওয়ারী থানা পুলিশ গাড়িটি জব্দ করে নিয়ে যায়। পরবর্তীতে ওয়ারী থানা পুলিশ কন্টোল রুমে যোগাযোগ করলে জানতে পারে জব্দ করা গাড়িটি মতিঝিল থানার একটি চুরি মামলার আলামত।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২২ দুপুরে মতিঝিল থানার সিটি সেন্টারের সামনে থেকে গাড়িটি চুরি হয়ে যায়। এ সংক্রান্তে উক্ত গাড়ির মালিক নিজে বাদী হয়ে মতিঝিল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।