কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকা থেকে গাঁজা,ফেন্সিাডল ও মদসহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক ১১ অক্টোবর মঙ্গলবার সকালে কুমিল্ল কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯৪ বোতল ফেন্সিডিল ও ১৮৪ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ রাচিয়া গ্রামের মোঃ দুলাল’র ছেলে মোঃ সাকিব (১৯)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পিকআপ ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ
করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।