কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক তিনটি অভিযানে সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা, ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ সিপিসি ২ এর একটি টিম কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কোতয়ালী মডেল থানার কোটেশ্বর গ্রামের আমিনুল ইসলাম’র
ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৯)
পৃথক অভিযানে ৮ অক্টোবর রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১৫ বোতল ফেন্সিডিল ও ৯ টি বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর গ্রামের নুরুল ইসলাম’র ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।
অপর আরও একটি অভিযানে ৭ অক্টোবর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলেমোহন মিয়া (২০)।