৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন “মা ইলিশ সংরক্ষণ” করার লক্ষে ব্যাপক অভিযান ও নানা কর্মসুচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা মৎস অধিদপ্তরের সহায়তায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন হাটে এ অভিযান চালানো হয়।
এ উপলক্ষে প্রায় প্রতিদিনই হাট, বাজার, জেলে পল্লী, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা, ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানানো হবে।
এ লক্ষ্য রেখে এ অভিযান চালানো হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম এই ২২ দিনের জন্য জেলেদের সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।