র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৪)েএর একটি টিম রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১ হাজার পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করে। আটককৃত আসামিরা হলো, জুয়েল রানা (৩১), আ. মান্নান (৩০), মেহেদী হাসান (২৮) ও সোহেল রানা (২৮)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল ৮ সেপ্টেম্বর ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে এবং সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ ঢাকায় নিয়ে আসার পর তা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে।ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব ৪।