ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন । চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
তিনি টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়ছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ব্যার্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নূরুল ইসলাম রানা।
মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ন্যাশনাল পিপসল পার্টি (এনপিপি) থেকে প্রার্থী হয়েছেন হামিদুল ইসলাম। এছাড়াও ১৩টি সাধারণ আসনে মোট ৩৯ জনসদস্য এবং ৫টি সংরক্ষিত আসনে ১৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৯ জন। এরমধ্যে নারী ভোটার ৪৯১ জন।