বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে এগারো ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশনে একজন এবং তিলকপুরে পৌনে ১টার সময় রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে একজনের মৃত্যু হয়।
পৃথক দুটি ঘটনায় নিহতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা গ্রামের কামাল হোসেনের ছেলে জিয়া (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়নগর গ্রামের মৃত আছের আলীর ছেলে খায়রুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জিয়া (২০) অন্যদিকে তিলকপুরে দুপুর পৌনে ১টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন খায়রুল ইসলাম (৪৫)।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্ত ছাড়া মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।