আহাজারি আর পোড়ার ক্ষতের গগনবিদারী চিৎকারে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিবেশ ভারী হয়ে ওঠে। শুক্রবার ছুটির দিন হলেও এমন দুর্ঘটনার খবরে ছুটে আসেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সময় নষ্ট না করে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকে।
ভেতরে পুড়ে যাওয়া শরীর নিয়ে স্বজন আর কাঁচের এপারে স্বজনের আহাজারি, উদ্বেগ। ডাক্তাররা জানিয়েছেন, সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে মুয়াজ্জিনসহ ১১ জন মারা গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, গুরুতর দগ্ধ আরও ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
এর আগে শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক হোসাইন ইমাম বলেন, এখানে আসা ৩৭ জন রোগীর সবার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply