খুলনা কয়রা উপজেলার ট্রিপল মার্ডার মামলায় নিরাপরাধ ব্যক্তিদের জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। এছাড়া হত্যা মামলার মুল আসামিদের গ্রেফতারে বাদীর সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে মামলার সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত করার দাবী জানানো হয় মানববন্ধনে ।
শুক্রবার(২৬ আগস্ট) দুপুর ২ টায় স্থানীয় বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিকটিমের পরিবারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সর্বস্তরের সাধারণ মানুষ।
মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে এলাকার সাধারণ নিরীহ মানুষকে মামলায় ফাঁসিয়ে মুল আসামিদের আড়াল করা হচ্ছে। মামলায় জড়ানো নিরাপরাধ ব্যক্তিদের মুক্তিসহ মামলা থেকে অব্যহতি প্রদান করে পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ অক্টোবর রাত ৯টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতান টুনির মরদেহ উদ্ধার করে কয়রা থানা পুলিশ।