কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধ লোকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, নাগেশ্বরী উপজেলার আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর পুত্র হোসেন আলী (৮০)পেশায় একজন ভিক্ষুক। গত রবিরার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয়ে বাড়িতে আসেনি। সোমবার সকালে রফিকুল ও খোকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হোসেন আলীর লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হাজির হয়ে লাশের সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে। ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় বয়স্ক ও রোগাক্রান্তের কারনে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন নাগরিক খবরকে জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করার পর লাশ দাফনের জন্য পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।