জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক। তিনি একটি নারিকেল গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মজিবুল হকের ব্যক্তিগত সহকারি এসএন ইউসুফসহ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে মজিবুল হক তার সংসদীয় আসন কুমিল্লা চৌদ্দগ্রামের প্রতিটি গ্রামে দলীয় নেতা কর্মীদের নিয়ে ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ করেন ।
তিনি বলেন গাছপালার সংখ্যা কমতে থাকায় আগামীতে জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বিশ্বে কোটি কোটি ডলার ক্ষতি হয়।
মজিবুল হক বলেন , টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশে প্রায় সাড়ে ২২ শতাংশ জায়গায় বৃক্ষ রয়েছে যা কমপক্ষে ২৫ শতাংশ হওয়া দরকার। ২০৩০ সালের আগেই ২৫ শতাংশের টার্গেট পুরন হয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।