বরগুনার পাথরঘাটায় বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি হরিণের চামড়া উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণঘটা সংরক্ষিত বনের পাশ থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারীরা। পরে উদ্ধারকৃত চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।