আজ সন্ধায় রাজধানীর মতিঝিলে উদ্বোধন হল পিএম( পদ্মা মেঘনা) টেলিভিশনের অফিস কার্যালয় একইসাথে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবে স্যাটেলাইট চ্যানেল পিএম টিভি
নাগরিক খবরের সম্পদক টিএম আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পদ্মা মেঘনা টিভির সিইও আজিম তালুকদারের দিক নির্দেশনায় পিএম টিভির কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও পিএম টিভির সহ-সম্পাদক মাসুম মোল্লা বার্তা প্রধানের দায়িত্ব পালন করার কথা রয়েছে।
পিএম টিভির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে মতিঝিল ঝোনের পুলিশ কর্মকর্তা,প্রশাসনের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দরা। আজ থেকে পিএম টিভির প্রচার প্রচারনা চলতে থাকবে বলে জানান সিইও টিএম আজিম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন