টাঙ্গাইলের ১৮ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ১১টিতেই বিজয়ী হয়েছেন। এ ছাড়া পাঁচটিতে স্বতন্ত্র এবং দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, মধুপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। মির্জাপুর উপজেলার তিনটিতে নৌকা এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সখীপুর উপজেলার দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাসাইল উপজেলায় দুটি ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নাগরপুরের একটি ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। আশা করছি, পরবর্তী নির্বাচনও শান্তিপূর্ণভাবে করতে পারবো।’