রাঙ্গামাটি বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ৬ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে মো. রহমত উল্যাহ পেয়েছেন দুই হাজার ২৮১ ভোট।
বুধবার (১৫ জুন) রাতে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী আট হাজার ৩৬৫ বৈধ ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ৫৮২০ আর নারী ৫৩৫১ জন।