সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্যপ্রাপ্তির সুবিধার্থে ‘বাজেট হেল্প ডেস্ক-২০২২’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ হেল্প ডেস্ক বাজেট বিষয়ে তথ্য সম্বলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অগ্রণী ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৫ জুন) জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলার উত্তর ব্লকে ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তা, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সহযোগিতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের (বামু) বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার। এসময় তিনি বাজেট হেল্প ডেস্ক-২০২২ উদ্বোধন করেন।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ-এর হেড অব কো-অপারেশন মিনিস্টার কাউন্সিলর মাউরিজিও চ্যান বক্তব্য দেন। এছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বক্তব্য রাখেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
এ উন্নয়নের বিভিন্ন দিক ও আঙ্গিক নিয়ে সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় তথ্যবহুল বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাজেট হেল্প ডেস্ক যথাযথ তথ্য সরবরাহ করতে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন সংসদ সদস্যরা।
হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্যদের মধ্যে হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, আহসানুল ইসলাম টিটু, মেরিনা জাহান, অপরাজিতা হক, নারগিস রহমান, খালেদা খানম, শিরীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।