শরণখোলার তাফালবাড়ী বাজারের সরকারি জমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাড়ি মালিক জাফর হাওলাদারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।
শনিবার (২৮ মে) সকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার তাফালবাড়ী বাজারে অভিযান চালায়। এসময় বাজারে সরকারি পেরি ফেরিভূক্ত জমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করা হয় বাড়ি মালিক জাফর হাওলাদারকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এছাড়া আদালতের নির্দেশে অবৈধভাবে নির্মিত বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পরে মোবাইল কোর্ট আটক জাফর হাওলাদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জাফর উপজেলার সোনাতলা গ্রামের কাছেম আলী হাওলাদারের (কাছেম ভদ্দর) পুত্র।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্ত জাফর হাওলাদারকে শনিবার দুপুরে বাগেরহাট জেল হাজতে চালান দেওয়া হয়েছে।