কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ হাজী আবদুল মতিন পাটোয়ারী করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)খবর পেয়ে বিবেক এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে “বিবেক” এর সদস্যরা মরহুমের বাসভবন নগরীর ২১নং ওয়ার্ড,আশরাফপুরে গোছল শেষ করেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনকে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়।
“বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে “বিবেক” এর সদস্যরা মরহুমের বাসভবন নগরীর ২১নং ওয়ার্ড,আশরাফপুরে গোছল শেষে জানাজা নামাজের পর টমছম ব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করেন বিবেকের সদস্যরা।