একসঙ্গেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরেছেন তিন প্রবাসী। ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে রওনা হন বাড়ির উদ্দেশে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার (১৪ মে) ভোরে দুবাই এই তিন প্রবাসীর সব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী তিন প্রবাসী হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ফুয়াদ মিয়া (৩৫), একই থানা এলাকার মৃত সিকিম আলীর ছেলে সোয়াব আলী (৩৬) ও অপরজন চাঁদপুর জেলার বাসিন্দা মোহাম্মদ আলী (৪০)। এ ঘটনায় ভুক্তভোগী ফুয়াদ গজারিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী প্রবাসীরা জানান, কয়েক বছর পর তারা দুবাই থেকে ছুটিতে দেশে এসেছেন। শনিবার ভোরে ৫টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে হেড লাইট জ্বালিয়ে ডিপার দিলে চালক পার্কিং করে। এ সময় দেশীয় অস্ত্র হাতে ৮/১০ জনের ডাকাত দল নেমে তাদের সঙ্গে থাকা ভিসা লাগানো পাসপোর্ট, টিকিট, নগদ টাকা, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুটে নিয়ে যায়।