সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞাকে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ বদলি করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার জেলা জজ মোহাম্মদ সাইফুর রহমানকে বদলি করে আপিল বিভাগের রেজিস্ট্রার (প্রেষণে) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব শেখ গোলাম মাহবুব সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই দুই কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলির কর্মস্থলে অবিলম্বে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।