রাজধানীর ডেমরা বামৈল পাইদি এলাকার একটি ভবনের পাঁচতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে মো. কাওছার (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই স্বপন জানান, আমার বাবা ওই ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। সকালে ওই ভবনের পাঁচ তালায় খেলার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায় কাওছার। পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা পূর্বধলা থানার খসখসিয়া গ্রামের আহম্মদ আলীর ৫ ছেলের মধ্যে সবার ছোট কাউসার। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরায় বামৈল পাইদি এলাকায় থাকতেন বলে জানান নিহতের বড় ভাই স্বপন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।