বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী ঢাকার পরে চট্টগ্রাম সবচেয়ে দূষিত নগরী। দূষিত এই নগরীতে একটা প্রাকৃতিক সবুজের আধারকে ধ্বংস করে কোনো স্থাপনা হওয়ার ক্ষেত্রে কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
রিজওয়ানা হাসান বলেন, সিআরবি হচ্ছে মাস্টারপ্ল্যানে চিহ্নিত একটা হেরিটেজ সাইট। উন্মুক্ত স্থান মাঠ এমন জায়গার শ্রেণি পরিবর্তনের বিষয়ে ২০০০ সালের ৩৬ নম্বর আইনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সিআরবি যেহেতু হেরিটেজ হিসেবে চিহ্নিত, সেখানে অন্য যেকোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে বেআইনি। এই বেআইনী কাজে জনগণকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার দুপুরে সিআরবি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে হাসপাতাল লাগবে কি না, সেটা ভিন্ন কথা। হাসপাতাল লাগলেও মাঠ, খোলা উদ্যান, হেরিটেজ ধ্বংস করে হাসপাতাল করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। এই হাসপাতাল সাধারণ মানুষের কোনো কাজে আসবে না।
তিনি চট্টগ্রাবাসীকে অভিন্দন জানিয়ে বলেন, সিআরবি বাঁচাতে চট্টগ্রামের সব মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছে। এই নগরীকে বাঁচাতে তারা সব রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছে। সিআরবি আমাদের রক্ষা করতেই হবে।
এর আগে রিজওয়ানা হাসান শহীদ আব্দুর রব সমাধি এবং পুরো সিআরবি এলাকা পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলীউর রহমান, কাজী আবুল মনসুর, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জিয়াউর রহমান কল্লোল, ফারমিন ইলাহী ইরা, মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আকতার টুনু, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী প্রমুখ। জানি