1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :

বঙ্গবন্ধুর গৃহশিক্ষককে মরণোত্তর সম্মাননা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৫৬ বার পঠিত

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহশিক্ষক পণ্ডিত সাখাওয়াত উল্যা মিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামে মরহুম সাখাওয়াত উল্যার বাড়ির সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মরহুমের কবর জিয়ারত করেন অতিথিরা।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সংগঠনের জেলা সভাপতি কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা এ এফ জসীম উদ্দিন আহমেদ। এসময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

অলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর গৃহশিক্ষক পণ্ডিত সাখাওয়াত উল্যার পরিবারের পাঁচ সদস্যকে বিশেষ উপহার, অর্থ, পরিবারের এক সদস্যকে বেসরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদ কামাল বলেন, প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে অনুসরণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর পুরো পরিবারই শিক্ষক-গুরুজন, প্রতিবেশীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে সম্মান ও শ্রদ্ধা করতেন। অসাম্প্রদায়িক ধারণাকে ধারণ করাই ছিল বঙ্গবন্ধুর পরিবারের অন্যতম নিদর্শন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও সেই কাজটিই করছেন।

পণ্ডিত সাখাওয়াত উল্যা লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকার আলিপুর গ্রামের বাসিন্দা। ১৮৮০ সালে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধুর শৈশবকালে তিনি তার গৃহশিক্ষক ছিলেন। এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইতেও উল্লেখ রয়েছে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com