কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেল স্টেশন এলাকায় হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় ধাক্কা লাগার জেরে একই সম্প্রদায়ের এক তরুণকে খুনের ঘটনায় বিজয় বাস্ফর (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) সকালে পৌর এলাকার পুরাতন রেল স্টেশন বাজার মোড়ে এই ঘটনা ঘটে। এরপর আজ দুপুরেই অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয় বাস্ফর জেলা শহরের পুরাতন রেল স্টেশন এলাকার জগদীশ বাস্ফরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে সোমবার সকালে পুরাতন রেল স্টেশন এলাকায় সুমন বাস্ফরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার জেরে খুন হন বর রনি বাস্ফরের খালাতো ভাই রাহুল বাস্ফর (১৮)। তিনি গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত বিজয় পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে তাকে শনাক্ত করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা সদরের হরিকেশ এলাকা থেকে বিজয় বাস্ফরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে, বিজয়ের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।