রাজধানীর ডেমরা এলাকায় একতলা একটি বাড়ি। শুরুতে বাড়ির প্রধান দরজা ভাঙে ডাকাত দল। এরপর ভেতরে প্রবেশ করে কাঠের দরজা ভাঙা হয়। এসময় ওই পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। প্রায় ৪০ মিনিট বাসার ভেতর অবস্থান করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে চলে যায় তারা। রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ডেমরা বালুর মাঠের ছোটপাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম আজিজুল হক সুমন। তিনি যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)। স্ত্রী ও এক ছেলে নিয়ে ওই বাড়িতে থাকেন।
মঙ্গলবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
এ ঘটনায় এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ বাদী হয়ে ডেমরা থানায় ডাকাতি মামলা করেছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আপাতত মনে হচ্ছে এটি ডাকাতি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।