রাজধানীর পল্লবীর ১১ নং সেকশনের নিউ সোসাইটি মার্কেটের কাঁচা বাজার পট্টিতে জাহিদ নামের এক যুবককে দলবদ্ধভাবে গুরুত্বর আহত ও পরবর্তী সময়ে মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জসিম, মোঃ ইমতিয়াজ ওরফে বাদশা, মোঃ সোহাগ ও মোঃ কামরান।
তাদেরকে রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) পৃথক অভিযানে দিনাজপুরের কোতয়ালীর চেহেলগাজী মাজার সংলগ্ন বিহারী ক্যাম্প ও ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
ডিএমপির পল্লবী থানায় রুজু হওয়া মামলার সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২২ রাত অনুমান ১০:১০ টায় ১১ নং সেকশনের নিউ সোসাইটি মার্কেটের কাঁচা বাজার পট্টিতে পূর্ব শত্রুতাবশত ভিকটিম জাহিদ হাসানসহ তার কয়েকজন বন্ধুকে ধারালো অস্ত্রসহ দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে অন্যান্যরা। আহতদের হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে জাহিদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি জাহিদের পিতার অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ৭/৮ জনসহ ১৬ জনকে অভিযুক্ত করে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা নাগরিক খবরকে জানান, ঘটনাস্থলটি পল্লবী জোনাল টিমের দায়িত্বাধীন এলাকা হওয়ায় মামলা রুজু হওয়ার পরপরই ছায়া তদন্ত শুরু করে পল্লবী জোনাল টিম। প্রথমে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজের সূত্র ধরেই ২৭ ফেব্রুয়ারি দিনাজপুরের চেহেলগাজী মাজার সংলগ্ন বিহারী ক্যাম্প থেকে দুপুরে গ্রেফতার করা হয় জসিম ও ইমতিয়াজকে।
পরবর্তী সময়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় সোহাগ ও কামরানকে বলেন গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ও টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।