আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা পাচারের অভিযোগে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), (৩) ধারায় মামলাটি করা হয়েছে। সংস্থার জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, প্রতিষ্ঠানটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২ (ক) ধারা লঙ্ঘন করে বিটিআরসির আই জি ডাব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে ৩৫ মাস কল সেবা রপ্তানি করে আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ প্রাপ্ত ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা পাচার করা হয়েছে। এতে আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং অপরাধ করেছে।
এছাড়া প্রতিষ্ঠানটি ২০১২ সালের ১৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ মাসে ১২৭ কোটি এক লাখ ৬৭ হাজার ১৯৯ মিনিট কল সেবা বিদেশে রপ্তানি করে। এছাড়া ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে পরের ১০ মাস কল সেবা রপ্তানি করে পুরো টাকা বিদেশে পাচার করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়।