রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে পায়ে গুলির ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- কামরুল হোসেন ওরফে রুবেল, নাহিদ হোসেন, তৌহিদ হাসান ওরফে তৌহিদ বাবু ও জামাল উদ্দিন। বাকি একজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া ও মেরাদিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেতফার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খিলগাঁও থানার মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
এডিসি শাহিদুর রহমান আরও বলেন, গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০টায় মেরাদিয়া এলাকায় পূর্ব শত্রুতাবশত এক ব্যবসায়ীর পায়ে গুলি করেন গ্রেফতাররা। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় হয়। পরে মামলাটির তদন্ত পায় ডিবি মতিঝিল বিভাগ। গ্রেফতাররা সবাই এই মামলার আসামি।