শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন মিরপুর প্রেসক্লাব। মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খান সেলিম রহমান, সহ-সভাপতি তুহিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম শহীদ, অর্থ সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান শোহাগ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক বাহাউদ্দিন তালুকদার, কার্যকরী সদস্য শফিকুর রহমান, সদস্য সলিমুল্লাহ, সহ অন্যান্য সদস্যগণ।