রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সায়েম মিয়া ওরফে তোফায়েল, মোঃ বাবুল হোসেন ও মোঃ দানা মিয়া।
৩ ফেব্রুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা খিলগাঁও জোনাল টিম ।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তোফায়েল, বাবুল ও দানা মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা ও হবিগঞ্জ থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
ডিএমপির সবুজবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।