জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (২ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আরও দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে।